Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ২২ নভেম্বর, ২০১৯ ০০:৫৬:০০
নগরীর ১১, মুসলমানপাড়া রোডের মরহুম আকরাম ফকিরের পারিবারিক কবরস্থানের জায়গা দখলের অভিযোগে থানায় জিডি করেছেন মেয়ে খোদেজা বেগম। জিডি সূত্রে জানা যায়, নগরীর ১১, মুসলমানপাড়া রোডের মরহুম আকরাম ফকিরের পারিবারিক কবরস্থানের জন্য ২ শতক জমি রয়েছে। উক্ত জমি বড় বাজার কাপড় পট্টির তামান্না এন্টারপ্রাইজের মালিক হাজী মাহমুদুর রহমান ও মৃত আব্দুল হক খোকা মোল্লার ছেলে ফরহাদ আহম্মদ জোরপূর্বক ভোগ করে আসছে। কিছুদিন আগে ফরহাদ উক্ত জমি মাহমুদুর রহমানের নিকট গোপনে কোবলা দলিল মূলে বিক্রি করেছেন। এছাড়া কবরস্থানে থাকা সাইনবোর্ড তুলে নিয়ে গেছে। সাইনবোর্ড তুলে নেয়ার সময় ভয়ভীতি প্রদর্শন করে।