Shomoyer Khobor
ফুলবাড়ীগেট প্রতিনিধি | প্রকাশিত ২১ নভেম্বর, ২০১৯ ০০:২৪:০০
ফুলবাড়ীগেট কস্তুরী হোটেলের সামনে থেকে লাকী (৩০) নামের এক নারীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় লাকী এবং তার পিতা নওশের শেখ (৬৫) সোনাডাঙ্গা থেকে ইজিবাইকে আসার পথে ফুলবাড়ীগেট কস্তুরী হোটেলের সামনে আসলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজিবাইকটি ঘটনাস্থলে এসে দাঁড়ালেই লাকীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলসহ ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। এ সময় লাকী এবং তার পিতা মোটরসাইকেলের পিছনে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে আসলে লাকী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার পিতা ও আশপাশের লোকজন তাকে নিয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।