Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ১০ অক্টোবর, ২০১৯ ০০:৪৮:০০
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আক্রান্ত রাফি বেগম (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত অষ্টমী সেন গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রামের বাসিন্দা মতিরাসেল এর স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় এ নিয়ে ১৯ জনের মৃত্যু হলো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস সাংবাদিকদের বলেন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বেতগ্রামের বাসিন্দা মতিরাসেলের স্ত্রী রাফ বেগম (৪৫) গুরুতর অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তখনই আইসিইউ খালি না থাকায় তারা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সকাল ৭টায় আবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ দিয়ে ১৯ জনের মৃত্যু হল। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১জন মৃত্যুবরণ করেন।