Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ১০ অক্টোবর, ২০১৯ ০০:৫১:০০
খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১ অক্টোবর সকালে নগরীর লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (চলতি দায়িত্ব) বায়েজীদ আঁকন জানান, লবণচরা মোক্তার হোসেন রোডের মৃত মনির হোসেন চৌধুরীর স্ত্রী স্বপ্না বেগম সোমবার ট্যারা মোস্তর বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করেন। লবণচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা সদর থানা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, লবণচরা, রূপসা থানায় সাতটি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ ছাড়াও দ্রুত বিচার আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগসহ জিডি রয়েছে। ট্যারা মোস্তকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।