Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪৭:০০
নগরীর ৪নং ঘাট এলাকার ভৈরব নদী থেকে উদ্ধার লাশটি শীতলাবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা দেবাশীষ কুমার চক্রবর্তীর। গত ৯ সেপ্টেম্বর প্যান্ট শার্ট পরিহিত অবস্থায় তার ভাসমাণ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পত্র-পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় প্রচারের পর তার স্বজনরা মৃতদেহ সনাক্ত করেছেন। পুলিশ মঙ্গলবার তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর মায়ের সাথে মনমালিন্যের জের ধরে দেবাশীষ কুমার চক্রবর্তী বাসা থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। অবশেষে ৯ সেপ্টেম্বর ৪নং ঘাট এলাকার ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী শিখা গাঙ্গুলীর সাথেও তার মনমালিন্য চলছিলো বলে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।