Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪৬:০০
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গত দুই দিনে মাদকসহ ৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা ও বাকী দু’জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো মোঃ আশিক শেখ, আছাদ সরদার (৫০), বিশ্বজিৎ সাহা (৫০) এবং মোঃ রফিকুল ইসলাম (৫২)। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আছাদ সরদারকে এক বছরের কারাদণ্ড এবং বিশ্বজিৎ সাহাকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা, ফেন্সিডিল এবং ডিনেচার্ড স্পিরিট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে গত ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর দিনব্যাপী নগরীর খালিশপুর, তেরখাদা ও দিঘলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরবর্তীতে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ-আল-আসাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে জেল-জরিমানা প্রদান করেন।