Shomoyer Khobor
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত ১৫ অগাস্ট, ২০১৯ ০০:২০:০০
খুলনায় বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১শ’ ছাড়ালো। গতকাল বুধবার বিকেল পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১শ’ এর বেশি রোগী। চিকিৎসা অধিকাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও হাসপাতালগুলোতে তিল ধরানোর ঠাঁই নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ১শ’ শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ১২৭ জন। ফলে আজ থেকে নবনির্মিত আইসিইউ ভবনের নীচ তলার সাথে দুই তলায়ও রোগী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানাযায় গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪১ জন। আর জেলায় নতুন ডেঙ্গু রোগী ২২ জন। বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু চিকিৎসা দেয়া হয়েছে মোট ২১শ’ রোগীকে এর মধ্যে সরকারি ১৮৭৪ এবং বেসরকারি ২২৬ জনকে। আর খুলনা জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে ১২৭ জন। জেলায় ছাড়পত্র নিয়েছে ৩২৫ জন।
এদিকে বিভাগের অন্যান্য জেলায় গতকাল বুধবার ২৪ ঘন্টার হিসাব অনুযাযী খুলনায় ২২জন, বাগেরহাটে ৭, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ৩২ জন, ঝিনাইদহে ৯, মাগুরায় ৮জন, নড়াইলে ১২, কুষ্টিয়ায় ২৯ জন, চুয়াডাঙ্গায় ৩ এবং মেহেরপুরে ৯ আক্রান্ত হন বলে জানা গেছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১শ’ শয্যা বিশিষ্ট নবনির্মিত ডেঙ্গু ওয়ার্ডেও রোগী ধরানোর কোন জায়গা নেই। ইতোমধ্যে ১২৭ জন রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আরও বেশি রোগী ভর্তি হলে আজ থেকে একই ভবনের দ্বিতীয় তলায় শয্যার ব্যবস্থা করে লোকবল বাড়িয়ে সেখানে রোগীদের নেয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে সারা দেশের নেয় খুলনায় সরকারি হাসপাতালগুলোতে ছুটি বাতিল ছিলো চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের। তবে হাসপাতালে গিয়ে দেখাগেছে মুসলমান চিকিৎসকরা বেশির ভাগই ছুটি নিয়েছে। হিন্দু চিকিৎসকরা দায়িত্বপালন করলেও রোগীর চাপ কম থাকায় তাদেরও নির্ধারিত সময় মেনে হাসপাতালে অনেকেই আসতে দেখা যায়নি। তবে ডেঙ্গু ওয়ার্ডে নিয়মিত রাউন্ড দিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম মোর্শেদ, ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাঃ পার্থ প্রতিম দেবনাথসহ মেডিসিন এর বিভিন্ন ওয়ার্ডের রেজিস্ট্রার ও সহকারি রেজিস্ট্রাররা।