Shomoyer Khobor
খবর প্রতিবেদন | প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৯ ০০:৫১:০০
আগামী মাসে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপি’র কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে বিএনপি’র এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর হতে পারে ছাত্রদলের কাউন্সিল।
সার্বিক বিষয়ে এ্যানি বলেন, আমরা আজ (শনিবার) সন্ধ্যায় বৈঠকে শেষে ছাত্রদলের কাউন্সিলের বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পরেই কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। আশা করছি সবার সমন্বয়ে সুষ্ঠু এবং সুন্দর একটি কাউন্সিল হবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।