Shomoyer Khobor
মোল্লা আব্দুর রহিম | প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৯ ০০:০৮:০০
বিশ্বাসের অটুট খিলানে পবিত্র কোরবানি,
ত্যাগের হাত ধরে আরসে আসমান।
সঁপে দাও প্রানের প্রিয় ধন মাল জান,
সৎকর্মের প্রতিদান দেবে আল্লাহ্ মহান।
পুণ্য লোকে আত্মা যার পবিত্র প্রত্যয়
সুমহানের পথে সে করে সম্পদ ব্যয়।
চেয়ে চেয়ে দেখে সে কার কি মন,
হৃদয়ের একাগ্রতার নির্যাস করে গ্রহণ।
স্বর্গীয় পটে আঁকা নীতির বন্ধন
পুরষ্কৃত হবে সব বিশ্বাসী গণ।
ভেগের ঊর্ধ্বে এক ন্যায়ের বিধান,
ধার্মিক বোধ জুড়ে যারা পাবে ত্রাণ।
ঠেলে দাও বঞ্চনা, বিদ্রুপ কুটিল যত আছে,
বেহিসাব বিনিময়ে পাবে আল্লাহ্র কাছে।
নিজ ভিতরের পশু বোধ আগে করিও দূর
পরে কর কোরবানি শোধ ছুরি বসিও পশুর।