Shomoyer Khobor
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত ১১ অগাস্ট, ২০১৯ ০০:০০:০০
বিশ্বকাপে চরম ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে আমূল পরিবর্তন আনতে চাইছে তারা। এখন চলছে দলটির কোচ বছাই। শোনা যাচ্ছে, পাকিস্তানের পরবর্তী কোচ হতে চলছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিই। এই কিছুদিন আগে পাকিস্তানের কোচের পদ থেকে ছাঁটাই করা হয় মিকি আর্থারকে। তাঁর জায়গায় কে কোচ হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। অবশ্য মিসবাহ এর আগে কখনই কোচিং করাননি।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ। তিনি ৭৫টি টেস্ট খেলেছেন। ১৬২টি ওয়ানডে ও ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তাঁকে পাকিস্তানের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর অধিনায়কত্বে ৫৬টি টেস্টের মধ্যে পাকিস্তান ২৬টি টেস্ট জিতেছে ও ১৯টি হেরেছে। ১১টি টেস্ট ড্র করে।