Shomoyer Khobor
খবর বিনোদন | প্রকাশিত ০১ অগাস্ট, ২০১৯ ০০:০০:০০
২০১৮ সালে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা। বিয়ের পর থেকে প্রায় প্রত্যেক বিজ্ঞাপনেই এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও সব পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান বিরাট ও আনুশকা।
কিন্তু বিয়ের পর কীভাবে বদলেছে দু’জনের সম্পর্কের রসায়ন? ফিল্মফেয়ার পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় তারই অকপট উত্তর দিলেন আনুশকা। নায়িকা বলেন, ‘আমি আমার বেস্টফ্রেন্ডকে বিয়ে করেছি। এমন এক জনকে বিয়ে করেছি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। বিরাটকে আমি ভীষণ ভালোবাসি। ও অসাধারণ একজন মানুষ।’
আনুশকার কথায়, ‘জীবনে প্রায়ই ভুল বোঝাবুঝির কথা ওঠে। কিন্তু আমি এমন এক জনকে বিয়ে করেছি, যে আমার ছোট বড় সব কথা বোঝে। আমরা যখন একসঙ্গে থাকি তখন মনে হয় পৃথিবীর আর কোথাও কিছু নেই। শুধু আমরা আছি। আমাদের মধ্যে অনেক মিল। তাই বিরাটের সঙ্গে থাকলে মনে শান্তি খুঁজে পাই। আমরা যখন ডেট করতাম তখনও একই অনুভূতি ছিল।’
ফিল্মফেয়ার ম্যাগাজিনের আগস্ট মাসের সংখ্যার প্রচ্ছদে রয়েছেন ‘রাব নে বানা দি জোড়ি’ খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা। ইতোমধ্যে ফটোশুটও সেরে ফেলেছেন নায়িকা। যার কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলি-পতœী। খুব অল্প সময়ের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।