Shomoyer Khobor
খবর প্রতিবেদন | প্রকাশিত ২১ জুলাই, ২০১৯ ১১:৫৭:০০
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হোছন (৩৯) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন।
ওবিবার ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। হোছন হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামের আনু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফ থানার একদল পুলিশ হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক, নয় রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড ব্যবহৃত কার্তুজের খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হোছনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। সূত্র : বাংলানিউজ