Shomoyer Khobor
খবর প্রতিবেদন | প্রকাশিত ১৩ জুলাই, ২০১৯ ০০:৫৯:০০
সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে, তিনি শঙ্কামুক্ত নন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন জিএম কাদের। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে কথা বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে সংক্রমণ কমে গেছে। সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমতো তার রক্তে বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে পল্লীবন্ধুর বিশ্বমানের চিকিৎসা চলছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই পল্লীবন্ধুকে বিদেশে নেওয়া হচ্ছে না। এরশাদের রোগের যে চিকিৎসা সিএমএইচে হচ্ছে, বিদেশেও একই চিকিৎসা দেওয়া হবে।